Smart City Week begins on 29 November till 05 December
Tuesday, 28 November 2017
Bangladesh is fast-approaching its urban future; today’s urban population of 55 million will double to over 100 million by 2050. That means more than half of us will live in cities by 2040, mirroring the global urbanization trend. Phenomenal urban growth is significantly contributing to national GDP, the impact of which is manifested in the growth of urban centers, further leading to the burgeoning in cities. Yet this poses serious challenges for basic services that cannot keep up, environmental degradation, and worsening living conditions. This can impact how well Bangladesh achieves the 2030 Sustainable Development Agenda and its aspirations for becoming an upper middle-income country by 2041.
Against this backdrop, Smart City Week is going to be organized jointly by the United Nations Development Programme (UNDP) and Access to Information Programme (a2i) at the Prime Minister’s Office to build awareness around smart city ideas that focus on people’s needs, which includes a three-day Smart City Innovation Hub.
What: | Launch of Smart City Week 2017 |
When: | Tuesday 29 November 2017, 9.30-11.00am |
Where: | Bangabandhu Sheikh Mujibur Rahman Novo Theatre |
Who: | Chief Guest- Mohammad Sayeed Khokon, Mayor, Dhaka South City Corporation Special Guests: H M Ahidul Islam, Secretary General, MAB & Mayor Kotalipara Municipality Professor Dr. Jamilur Reza Choudhury, Vice-Chancellor, University of Asia Pacific Charlotta Schlyter, Ambassador, Embassy of Sweden Dr. Salina Hayat Ivy, Mayor, Narayanganj City Corporation Welcome Remarks: Sudipto Mukerjee, Country Director, UNDP |
Chair: | Kabir Bin Anwar, Director General (Administration), Prime Minister’s Office & Project Director of a2i Programmme |
A tour to the Smart City Innovation Hub will follow the launch.
To RSVP, for media inquiries and to request an embargoed copy please contact: Md. Abdul Quayyum, md.quayyum@undp.org, Mobile: +8801715025551 or Abu Mehedi Imam, abu.imam@undp.org, Mobile +88017141343345. More on Smart City Week: https://smartcitybangladesh.net/
List of Events
Ride Smart, Live Smart |
Nov 25, 2017 |
Smart City Week |
Nov 29 – Dec 5, 2017 |
Smart City Cafe @smartcityinnovationhub |
Nov 29 – Dec 1, 2017 |
Smart City Innovation Hub |
Nov 29 – Dec 1, 2017 |
Smart City Hackathon 2017 |
Nov 30 – Dec 1, 2017 |
Photo Exhibition: Our City, Our Vision |
Dec 2 – Dec 4, 2017 |
মোহাম্মদীয়া হাউজিং সোসাইটির ৩ নং সড়কে গাড়িমুক্ত কর্মসূচি |
Dec 2, 2017 |
তৃণমূল সংলাপ |
Dec 2, 2017 |
রংতুলিতে শিশুর স্বপ্নের শহর: চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও প্রদর্শণী |
Dec 3, 2017 |
Grassroots Aspirations |
Dec 3, 2017 |
Smart City Hackathon : Mymensingh Ideathon |
Dec 3, 2017 |
Community Consultation on Safe City |
Dec 3, 2017 |
চড়ে ঘুড়ি, আকাশে উড়ি |
Dec 5, 2017 |
আধুনিক বাসযোগ্য নগরের জন্য
সাইকেল চালিয়ে যে কোন শহরের যানজট কমানো সম্ভব। অধ্যাপক জাফর ইকবাল মনে করেন সবাই সাইকেল ব্যবহার করলে ঢাকা শহরের যানজট প্রায় ৭০ ভাগ কমে যাবে। সাইকেল-কে জীবনের অংশ করে তোলার জন্য তিনি সবাইকে আহবান জানান।
২৯ নভেম্বর (বুধবার) থেকে শুরু হতে যাওয়া সপ্তাহব্যাপী স্মার্ট সিটি ক্যাম্পেইন এর প্রাক-প্রচারণার অংশ হিসেবে ইউএনডিপি, এটুআই এবং নগর স্টেকহোল্ডারদের যৌথ আয়োজনে ‘‘রাইড স্মার্ট, লিভ স্মার্ট’’ র্যালিতে অংশ নিয়ে অধ্যাপক জাফর ইকবাল এই আহবান জানান। বিডিসাইক্লিষ্ট এর সার্বিক ব্যবস্থাপনায় আজ সকালে মানিক মিয়া এভিনিউ থেকে শুরু হয়ে শহীদ মিনার পর্যন্ত প্রায় ২ শতাধিক আরোহীর অংশগ্রহনে এই সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়।
অধ্যাপক জাফর ইকবাল বলেন উন্নত বিশে^ সকল বয়সের নাগরিকেরা আধুনিক বাহন হিসেবে বাই-সাইকেল ব্যবহার করছেন। তিনি মনে করেন আমাদের দেশেও বাই-সাইকেল হতে পারে সবচেয়ে জনপ্রিয়, পরিবেশবান্ধব, সহজলভ্য বাহন।
সম্মিলিত প্রয়াসে আধুনিক বাসযোগ্য নগর গড়ার প্রত্যয়ে উজ্জীবিত হয়ে আগামী ২৯ নভেম্বর (বুধবার) সপ্তাহব্যাপী স্মার্ট সিটি ক্যাম্পেইন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটারে তিনদিনব্যাপী ‘স্মার্ট সিটি ইনোভেশন হাব’ উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হয়ে চলবে ১লা ডিসেম্বর (শুক্রবার) পর্যন্ত । আধুনিক বাসযোগ্য নগর গড়ার জন্য উদ্ভাবনী প্রদশর্নী সবার জন্য উন্মুক্ত থাকবে প্রতিদিন (২৯ নভেম্বর – ১ ডিসেম্বর) সকাল ১০ – বিকাল ৫ টা পর্যন্ত।
সপ্তাহ ব্যাপী ক্যাম্পেইনে ‘স্মার্ট সিটি ইনোভেশন হাব’ সহ হ্যাকাথন, মতবিনিময়, তৃণমূল সংলাপ, রংতুলিতে শিশুদের স্বপ্নের শহর, ছবি প্রদশর্নী, ঘুড়ি উৎসব সহ বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। এই প্রচারাণার উদ্দেশ্য নাগরিক বান্ধব বিভিন্ন সেবা ও অন্যান্য কার্যক্রম পরিচালনার জন্য বিদ্যমান আধুনিক ও দক্ষ পদ্ধতি এবং নব নব উপায়ে কিভাবে সুলভে এবং স্বল্প সময়ে নগরবাসীকে প্রদান করা যায় – সে বিষয়ে বিভিন্ন আঙ্গিকে উপস্থাপনা তুলে ধরা।
এই আয়োজন প্রথমবারের মত সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যক্তিখাত, নাগরিক সংগঠন, স্বেচ্ছাসেবী সংস্থা ও তরুণ উদ্যোক্তাসহ বিশেষভাবে নগরবাসীকে ’স্মার্ট সিটি’ নিয়ে তাদের ভাবনা ও পরিকল্পনা বিনিময়ের সুযোগ করে দেবে।
বিস্তারিত জানতে স্মার্ট সিটি ক্যাম্পেইন ওয়েবসাইট ভিজিট করুন: https://smartcitybangladesh.net/
লাইক দিয়ে সংযুক্ত থাকুন স্মার্ট সিটি ক্যাম্পেইন এর ফেসবুক পেজ-এ এবং এ আয়োজনের বিভিন্ন ইভেন্ট-এ : https://www.facebook.com/smartcitybangladesh/
- https://www.facebook.com/events/553992808266936/
- https://www.facebook.com/events/1760646710621104/
- https://www.facebook.com/events/1472189939564196/
- https://www.facebook.com/events/124889244864555/
- https://www.facebook.com/events/542462849479562/
- https://www.facebook.com/events/2061092627436687/
- https://www.facebook.com/events/376309946139965/
- https://www.facebook.com/events/1762664017368987/
- https://www.facebook.com/events/292789161239930/