The Smart City Campaign

আধুনিক, বাসযোগ্য শহর বির্নিমানে সম্মিলিত প্রয়াস

প্রযুক্তি বা অবকাঠামোর পাশাপাশি নগরবাসীর সচেতনতা, দায়িত্বশীলতাও যে আধুনিক বাসযোগ্য শহর গড়তে সমান গুরুত্বপূর্ণ সে বিষয়ে ব্যাপক জনসচেতনতা তৈরী এবং মানবিক ও আধুনিক শহর বির্নিমানে সম্মিলিত প্রয়াসকে উৎসাহিত করার লক্ষ্যে আগামী ২৯ নভেম্বর – ৫ ডিসেম্বর, ২০১৭ ‘স্মার্ট সিটি ক্যাম্পেইন’ শুরু হতে যাচ্ছে।

ক্যাম্পেইনে ‘স্মার্ট সিটি ইনোভেশন হাব’ নামে তিনদিনব্যাপী একটি জাতীয় প্রদর্শণীর পাশাপাশি সপ্তাহ জুড়ে, হ্যাকাথন, মেয়র’র রাউন্ডটেবল, পেশাজীবি ও নাগরিকদের সাথে মতবিনিময়, সংলাপ, রংতুলিতে শিশুর স্বপ্নের শহর, ঘুড়ি উৎসব, ফটো প্রদশর্ণী, নগর দরিদ্রদের ভাবনা, সিটি ডে, বাইক ডে-সহ বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করা হবে।

এই সব আয়োজনে নাগরিক বান্ধব বিভিন্ন সেবা ও নগর উন্নয়ন কার্যক্রম পরিচালনার জন্য কিভাবে সুলভে এবং স্বল্প সময়ে নগরবাসীকে অধিকতর সেবা প্রদান করা যায় – সে বিষয়সমূহ নিয়ে উদ্ভাবনী ধারনা বিভিন্ন আঙ্গিকে, উপস্থাপনায় তুলে ধরা হবে। এই আয়োজন বাংলাদেশে প্রথমবারের মত সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, সিটি করপোরেশন, পৌরসভা, সরকারী-বেসরকারী বিশ্ববিদ্যালয়সমূহের নগর পরিকল্পনা, স্থাপত্য, প্রকৌশল বিভাগের তরুন শিক্ষার্থী, সামাজিক উদ্যোক্তা, ব্যক্তিখাত ও তরুণ উদ্যোক্তাসহ বিশেষভাবে নগরবাসীকে ‘স্মার্ট সিটি’ নিয়ে তাদের ভাবনা ও পরিকল্পনা বিনিময়ের সুযোগ করে দেবে।

‘স্মার্ট সিটি উইক ২০১৭’ আয়োজনে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন প্রোগ্রাম (এটুআই) এবং ইউএনডিপি বাংলাদেশ এর মূল উদ্যোগের সাথে নগর সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, বুয়েট, বাংলাদেশ ইন্সটিটিউট অব প্ল্যানার্স (বিআইপি), বেঙ্গল ইন্সটিটিউট অব আর্কিটেকচার, ল্যান্ডস্কেপ এন্ড সেটেলমেন্টস; প্রেনিউর ল্যাব সব আরো উল্লেখযোগ্য সংখ্যক সংগঠন অংশগ্রহণ করছে।

Co-creating cities

আধুনিক, বাসযোগ্য শহর বির্নিমানে সম্মিলিত প্রয়াস

প্রযুক্তি বা অবকাঠামোর পাশাপাশি নগরবাসীর সচেতনতা, দায়িত্বশীলতাও যে আধুনিক বাসযোগ্য শহর গড়তে সমান গুরুত্বপূর্ণ সে বিষয়ে ব্যাপক জনসচেতনতা তৈরী এবং মানবিক ও আধুনিক শহর বির্নিমানে সম্মিলিত প্রয়াসকে উৎসাহিত করার লক্ষ্যে আগামী ২৯ নভেম্বর - ১ ডিসেম্বর ২০১৭ ‘স্মার্ট সিটি ক্যাম্পেইন’ শুরু হতে যাচ্ছে।

Read more

Steering Group

Innovation Hub